background image
পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয় ফেনীর একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৫৬ বছরেরও বেশি কাল ধরে স্কুলটি তার স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত এবং ফেনী জেলার ঐতিহ্যবাহী স্কুলটির ইতিহাস এর ক্রমবর্ধমান অবকাঠামো ও পাঠদান পদ্ধতির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। ১৯৬৮ খৃষ্টাব্ধ থেকে অধ্যবধি উন্নত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কিৃতিক কর্মকান্ডে যথেষ্ট অবদান রেখে আসছে।

সম্মানিত পরিচালনা পর্ষদ

photo

আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ বুলবুল

সভাপতি
photo

জনাব, মোহাম্মদ আলী ভূঁঞা

শিক্ষানুরাগী সদস্য
photo

জনাব, হারুন রশীদ ভূঁঞা

অভিভাবক সদস্য
photo

জনাব, নজরুল ইসলাম কিরণ

অভিভাবক সদস্য
photo

জনাব, কাজী কামাল উদ্দিন

অভিভাবক সদস্য
photo

জনাব সেলিম উল্যাহ

অভিভাবক সদস্য
photo

জনাব আবদুল খালেক

শিক্ষক প্রতিনিধি
photo

জনাব মুহাম্মদ আইয়ুব রহমানী

শিক্ষক প্রতিনিধি
photo

রাহেলা আক্তার

শিক্ষক প্রতিনিধি
photo

সাজেদা বেগম

প্রধান শিক্ষক/ সদস্য সচিব