পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয় ফেনীর একটি অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৫৬ বছরেরও বেশি কাল ধরে স্কুলটি তার স্বীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। পাঠাননগর নুরুল হক উচ্চ বিদ্যালয় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত এবং ফেনী জেলার ঐতিহ্যবাহী স্কুলটির ইতিহাস এর ক্রমবর্ধমান অবকাঠামো ও পাঠদান পদ্ধতির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত। ১৯৬৮ খৃষ্টাব্ধ থেকে অধ্যবধি উন্নত শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কিৃতিক কর্মকান্ডে যথেষ্ট অবদান রেখে আসছে।